অপরাধ সংবাদ, জাতীয় স্বদেশ, জেলা সংবাদ | তারিখঃ অক্টোবর ৩১, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 492 বার
নরসিংদীর জনপ্রিয় মেয়র লোকমান হত্যা মামলার অন্যতম আসামী মোবারক হোসেন মোবা ওলেনিন কে গ্রেফতার করেছে নরসিংদী গোয়েন্দা পুলিশ । মঙ্গলবার দিবাগত রাতে বনানী ডিওএইএস থেকে তদের গ্রেফতার করা হয়। নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার ও জাকারিয়া আলমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। মোবারক হোসেন মোবা লোকমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী। সে লোকামন হত্যা মামলার এজা্হারভুক্ত আসামী। অগামী ১লা নভেম্বর নরসিংদীর জনপ্রিয় লোকমান হোসেনের ৭ম মৃত্যুবার্ষিকী। এর মাত্র একদিন আগে লোকমান হত্যার অন্যতম হোতা মোবা কে গ্রেফতার করা হলো।
পুলিশের উপপরিদর্শক (এসআই) রুপন কুমন সরকার জানান , ‘মোবারক হোসেন মোবা নরসিংদীর প্রয়াত মেয়র লোকমান হোসেন হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তিনি ওই মামলার অভিযোগপত্র অনুযায়ী ওই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন। গত ২৫ অক্টোবর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। এতদিন তিনি পলাতক অবস্থায় ছিলেন। নরসিংদীতে তাঁর মালিকানাধীন একটি জমি বিক্রি করতেই তিনি দেশে এসে আত্মগোপনে ছিলেন। আমরা সবসময় উনার ওপর নজরধারিতে ছিলাম। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর ডিওএইচএসের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর সঙ্গে রেহানুল ইসলাম ভূইয়া লেলিন নামের আরেকজনকে আটক করা হয়েছে। তিনিও বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। মোবারক হোসেন মোবা মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের এক সপ্তাহ আগে দেশ ত্যাগ করেন। এতদিন তিনি মালয়েশিয়াতে পলাতক হিসেবে আত্মগোপন করেছিলেন।’
Leave a Reply