জাতীয় স্বদেশ | তারিখঃ অক্টোবর ৩১, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 426 বার
সংলাপের আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন বিকল্পধারার সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য আবদুর রউফ মান্নান ও সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে ওবায়দুল কাদেরের হাতে দু’টি চিঠি পৌঁছে দেন।
বি চৌধুরী স্বাক্ষরিত চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এবং বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান স্বাক্ষরিত চিঠিটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রীকে লেখা বি চৌধুরীর চিঠিতে বলা হয়েছে, ‘আমরা লক্ষ করে অত্যন্ত আনন্দিত হয়েছি যে, আমাদের একটি গুরুত্বপূর্ণ দাবি রাজনৈতিক সমস্যা সমাধানে সংলাপের কোনও বিকল্প নেই। সেই প্রস্তাবটি আপনি গ্রহণ করেছেন। আমরা খুশি হয়েছি, আপনি নির্বাচন সম্পর্কিত সমস্যা সমাধানের লক্ষ্যে রাজনৈতিক সংলাপের প্রস্তাব দিয়েছেন। এজন্য আপনাকে বাংলাদেশ যুক্তফ্রন্ট ও বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আপনার সঙ্গে রাজনৈতিক সংলাপে বসার জন্য আপনার সময় ও সুবিধামতো আমাদের আমন্ত্রণ জানালে খুশি হবো। জাতির এই রাজনৈতিক ক্রান্তিলগ্নে আমাদের সবার শুভেচ্ছা ও সৌহার্দের মাধ্যমে সব সমস্যা সমাধান সম্ভব বলে বিশ্বাস করি।’
একই ধরনের আরেকটি চিঠি বিকল্পধারা মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের স্বাক্ষরে দেওয়া হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে।
এদিকে জাতীয় ঐক্যফ্রন্টকে সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিকল্পধারার সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসার আহ্বানও জানিয়েছেন তিনি। বিকল্প ধারার পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে।
Leave a Reply