বিদেশ | তারিখঃ অক্টোবর ৩০, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 632 বার
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন কট্টর ডানপন্থি জেইর বলসোনারো।
দেশটির নির্বাচন কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফার (রানঅফ) নির্বাচনে ৫৫ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন বলসোনারো। অন্যদিকে বামপন্থি ওয়ার্কার্স পার্টির ফার্নান্দো হাদ্দাদ পান ৪৪ দশমিক ৮ শতাংশ ভোট।
গত ৮ অক্টোবর প্রথম দফার নির্বাচনে কট্টরপন্থি বলসোনারো ৪৬ শতাংশ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থি প্রার্থী ফার্নান্দো হাদ্দাদ ২৯ শতাংশ ভোট পান। প্রথম পর্বে কোনো প্রার্থীই ন্যূনতম ৫০ শতাংশ ভোট না পাওয়ার কারণেই দ্বিতীয় দফার ভোট হয়।
নারীবিদ্বেষী মন্তব্য, বর্ণবাদী মনোভাব ও সমকামিতা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বেশ সমালোচিত ৬৩ বছর বয়সী নেতা বলসোনারো। তার কট্টরপন্থি নীতির কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করেন সমালোচকরা।
নির্বাচনের প্রচারণা চলাকালে বলসোনারো নির্বাচিত হলে ব্রাজিল থেকে দুর্নীতি দূর করার এবং অপরাধের মাত্রা কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
বিজয় নিশ্চিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, তার সরকার হবে গণতন্ত্র ও সংবিধানের রক্ষক।
Leave a Reply