অর্থনীতি | তারিখঃ অক্টোবর ২৭, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 488 বার
ধসের পর আবারো ঘুরে দাঁড়াতে শুরু করেছে বিশ্ব শেয়ারবাজার।
ওয়ালস্ট্রিট শেয়ারবাজারে ২০১১ সালের পর সবচেয়ে বড় ধস নামে এই সপ্তাহে। কোটি কোটি ডলারের ক্ষতি হয় এ ধসে। দুশ্চিন্তায় পড়েন বিনিয়োগকারীরা।
যুক্তরাষ্ট্রের সুদের হার বৃদ্ধি এবং চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ নিয়ে দিনদিনই অস্থিতিশীল হচ্ছে মার্কিন অর্থনীতি। ওয়ালস্ট্রিট শেয়ারবাজারে ধসের প্রভাব পড়েছে পুরো বিশ্বে।
কমেছে জাপানের নিক্কেই, চীনের এসএসই কম্পোসিট ইনডেক্স, হংকংয়ের হ্যাং স্যাং, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার শেয়ারবাজারের সূচক।
Leave a Reply