জৌতিষ পরামর্শ | তারিখঃ মার্চ ১৬, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 3145 বার
কোন রত্ন কোন আঙ্গুলে ধারন করবেন-
১। নীলা: মধ্যমা আঙ্গুলে ধারণ করবেন।
২। মুনস্টোন: অনামিকায় ধারণ করবেন।
৩। হীরা: কনিষ্ঠা বা অনামিকায় ধারণ করবেন।
৪। পান্না: কনিষ্ঠা বা অনামিকায় ধারণ করবেন।
৫। পোখরাজ: তর্জনী বা অনামিকায়।
৬। চুনি: অনামিকা বা তর্জনীতে।
৭। প্রবাল: তর্জনী বা অনামিকায়।
৮। মুক্তা: অনামিকা বা কনিষ্ঠায়।
কোন গ্রহের জন্য কোন আঙ্গুলে ধারন করবেন
১। রবি: রবির রত্ন অনামিকাতে বা তর্জনীতে ধারণীয়।
২। চন্দ্র: অনামিকা বা কনিষ্ঠাতে ধারণ করবেন।
৩। মঙ্গল: অনামিকা বা তর্জনীতে ধারণ করবেন।
৪। বুধ: কনিষ্ঠা বা মধ্যমাতে ধারণ করবেন।
৫। বৃহস্পতি: তর্জনী বা অনামিকাতে ধারণ করবেন।
৬। শুক্র: কনিষ্ঠ বা মধ্যমাতে ধারণ করবেন।
৭। শনি: মধ্যমাতে ধারণ করবেন।
Leave a Reply