অপরাধ সংবাদ, জাতীয় স্বদেশ, জেলা সংবাদ | তারিখঃ অক্টোবর ১৬, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 461 বার
নরসিংদীর শেখেরচরে ঘিরে রাখা একটি পাঁচতলা ভবনে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), সোয়াত ও পুলিশের অভিযান ‘অপারেশন গর্ডিয়ান নট’ সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, শেখেরচরের আস্তানা থেকে দুইজনের মরদেহ এবং একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তারা নব্য জেএমবির সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোমবার রাত ৯টার পর থেকে বাড়ি দুইটি ঘিরে রাখা হয়। সিটিটিসির দায়িত্বশীল কর্মকর্তারা এ সব তথ্য জানান। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি দুটির আশপাশ এলাকার ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সোমবার বিকেলে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর মধ্যরাত থেকে পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা, ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট ও নরসিংদী জেলা পুলিশের সমন্বিত দল বাড়ি দুটি ঘেরাও করে। সোমবার রাত ৯ টা থেকে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত টানা ১৪ ঘণ্টা দুইটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট ও পুলিশ সদর দপ্তর এই যৌথ অভিযান পরিচালনা করছে।
Leave a Reply