জাতীয় স্বদেশ, জেলা সংবাদ | তারিখঃ অক্টোবর ১৬, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 450 বার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ২৯ অক্টোবর ঘোষণা করা হবে। ওইদিন পর্যন্ত খালেদা জিয়া জামিনে থাকবেন বলে আদালত আদেশ দিয়েছেন।
দু’পক্ষের শুনানি শেষে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মোহাম্মদ আখতারুজ্জামান এই আদেশ দেন।
রায়ের তারিখ ঘোষণার আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা।
শুনানির শুরুতে বেগম খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, এই মামলায় খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চলতে পারে মর্মে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তার বিরুদ্ধে তারা আপিল বিভাগে যাবেন। এজন্য মামলার কার্যক্রম মুলতবি করে সময় আবেদন করেন তারা।
তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে বলে, মামলার কার্যক্রম স্থগিত করতে হাইকোর্ট কোনো নির্দেশনা দেননি। খালেদা জিয়ার জামিন বাতিল করে রায়ের তারিখ ঘোষণার দাবি জানান তারা।
Leave a Reply