খেলাধুলা | তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 495 বার
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ইনজুরি আক্রান্ত ওপেনার তামিম ইকবালের খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তামিমের বর্তমান শারীরিক অবস্থা জানার জন্য আজ বুধবার দুপুরে তামিম ইকবালকে ফোন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, তোমরা দেশের সম্পদ। বহির্বিশ্বে দেশের মুখ দিন দিন উজ্জ্বল করছো। নিজেদের শরীরের প্রতিও যত্ন নিতে হবে। খেলায় হারজিত থাকবেই। ওইদিনের ম্যাচে সাহসী ভূমিকার জন্য তামিমকে ধন্যবাদ জানান তিনি।
এসময় প্রধানমন্ত্রী প্রয়োজনে তামিমকে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর জন্য বলেন। কুন্ঠাবোধ না করে যে কোনো বিষয় তাঁকে জানাতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করেছেন
প্রসঙ্গত, চলমান এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলতে গিয়ে বাঁ হাতে মারাত্মকভাবে আঘাত পান তামিম। তাপরর আঘাত নিয়ে মাঠ ছাড়েন। কিন্তু দলের প্রয়োজনে ম্যাচের শেষ দিকে মুশফিককে সঙ্গ দিতে ব্যান্ডেজ করা হাত নিয়েই খেলতে নামেন। এক হাতে ব্যাট করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেন। ওই ম্যাচে মুশফিকুর রহিমও পাজরের ব্যথা নিয়ে ব্যাট করে ১৪৪ রান করেন। যা বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়।
Leave a Reply