কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে বাসের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় ছিঁটকে পড়া এক বছরের আহত শিশু আফিয়া মারা গেছে।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন শিশুটির বাবা কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার সবজি ব্যবসায়ী হারুন।

এর আগে, মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রাজশাহী থেকে ফরিদপুরগামী গঞ্জেরাজ পরিবহনের একটি দাঁড়ানো বাসের সামনে দিয়ে আফিয়াকে কোলে নিয়ে তার মা রিনা বেগম চৌড়হাস মোড়ের রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যে সেই ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
https://www.youtube.com/watch?v=kDBLKRqgrQ8