জাতীয় স্বদেশ | তারিখঃ আগস্ট ২৩, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 418 বার
ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেছেন, আমরা ঘোষণা দিয়েছিলাম ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করব। সেই কাজ অনেকটাই সম্পন্ন হয়েছে। ডিএসসিসি এলাকায় আজ এবং আগামীকালও কোরবানি হবে। তাই যতক্ষণ পর্যন্ত বর্জ্য থাকবে ততক্ষণ পরিচ্ছন্নকর্মী মাঠে থাকবে। আমরা শতভাগ বর্জ্য অপসারণ করে নগরবাসীকে বর্জ্য মুক্ত নগরী উপহার দেব।
বৃহস্পতিবার দুপুর দুইটার পর বর্জ্য অপসারণ পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন মেয়র সাঈদ খোকন।
এ সময় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, সুশীল সমাজের প্রতিনিধি স্থপতি মোবাশ্বের হোসেন, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।
মেয়র সাঈদ খোকন বলেন, আমাদের লক্ষ্যমাত্রা ছিলো ২০ হাজার মেট্রিকটন কোরবানির বর্জ্য হবে। এরই মধ্যে ১৫ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। আগামীকাল শূক্রবার ও কোরবানি হবে, তাই কাঙ্ক্ষিত ২০ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করে আমরা শতভাগ পরিষ্কার করে নগরবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দেবো।
সুশীল সমাজের প্রতিনিধি আবুল মকসুদ আহমদ বলেন বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশন সন্তোষজনক কাজ করেছে। এটি প্রশংসনীয় তবে নাগরিকদের কোরবানীর জন্য নির্ধারিত স্হানে কোরবানী করেননি। আশা করছি আগামীবার তারা এ বিষয়ে সচেতন হবেন।
স্হপতি মোবাশ্বর হোসেন বলেন চেষ্টা করলে সম্ভব এটা মেয়র সাঈদ খোকন প্রমান করেছেন। তিনি গভীর রাত পর্যন্ত নগর ভবনে উপস্থিত থেকে এটি নিশ্চিত করেছেন। আশা করছি অমিমাশিত অন্যান্য সমস্যা নিরসনে তিনি তৎপর হবেন।
Leave a Reply