হাইটেক | তারিখঃ আগস্ট ২২, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 595 বার
যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের নির্বাচনি কেলেঙ্কারির পর নড়েচড়ে বসেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এরই পদক্ষেপ অনুযায়ী এই যোগাযোগমাধ্যমটি ইরান ও রাশিয়ার ৬৫২টি ফেসবুক গ্রুপ ও পেজ বন্ধ করে দিয়েছে।
২১ আগস্ট, মঙ্গলবার ফেসবুক তার নিজস্ব ব্লগ পোস্টে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ফেসবুক ওই বিবৃতিতে জানায়, যেসব পেজ ও গ্রুপ বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলো নানাভাবে অনৈতিক কাজে জড়িত ছিল। বিশেষ করে এসব পেজ ও গ্রুপ যৌথভাবে ফেসবুককে ভুল তথ্য দিয়ে বিভিন্ন অ্যাকাউন্ট বা পেজের বিরুদ্ধে কাজ করত।
বিবৃতিতে ফেসবুক আরও জানায়, এসব পেজ ও গ্রুপ একটি নেটওয়ার্ক হিসেবে কাজ করত। এই গ্রুপ ও পেজগুলো যাদের বিরুদ্ধে গুজব ছড়াত, তারা আসলে তা নয়। এর মধ্য দিয়ে ওই পেজ ও গ্রুপগুলো অন্যদের ভুল পথে চালিত করত।
আর সিএনবিসি নামের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরান ও রাশিয়ার এইসব পেজ ও গ্রুপের শিকার হতো মধ্যপ্রাচ্য, আমেরিকা ও যুক্তরাজ্যের নাগরিকরা।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফেসবুক সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ জানান, ফেসবুক প্রতিটি দেশের আইনশৃঙ্খলা বাহিনী, সরকারের সঙ্গে সুসম্পর্ক তৈরিকে গুরুত্ব দিয়ে থাকে।
Leave a Reply