নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ডাক বাংলো এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য শাহীন হোসেনের ওপর সমন্বয়ক পরিচয়ে হামলার ঘটনা ঘটেছে।

রোববার (৯ মার্চ) দুপুরে শহরের কলেজ রোড মোড়ে ডাক বাংলোর সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রাফিক পুলিশ সদস্য শাহীন বাদী হয়ে সমন্বয়ক পরিচয়দানকারী গৌরব দেবনাথ হিমেলসহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার ভিত্তিতে অভিযুক্ত গৌরব দেবনাথ হিমেলকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। হিমেল ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার গৌরাঙ্গ চন্দ্র দেবনাথের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার দুপুরে গৌরব দেবনাথ হিমেল মোটরসাইকেল নিয়ে ডাক বাংলো এলাকা দিয়ে যাওয়ার সময় তার মোটরসাইকেল নিজ থেকে থেমে যায়। এসময় তিনি ট্রাফিকের ডিউটিতে থাকা কনস্টেবল শাহীনকে উদ্দেশ্য করে বলেন, তুই এভাবে ডিউটি করছিস কেন? উত্তরে কনস্টেবল শাহীন বলেন, আপনি কি বলছেন আমি বুঝিনি। এসময় কথাবার্তার এক পর্যায়ে কনস্টেবল শাহীনের ওপর হামলা চালিয়ে তাকে আহত করেন শাহীন। এসময় নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দেন তিনি। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসার পূর্বেই ঘটনাস্থল ত্যাগ করেন হিমেল। পরবর্তীতে পুলিশ সদস্যরা শাহীনকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যায়।

এবিষয়ে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, গৌরব দেবনাথ হিমেলের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা রয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।