জাতীয় স্বদেশ, জেলা সংবাদ | তারিখঃ জুলাই ১০, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 654 বার
সাধারণ যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার দায়ে নোয়াখালী-ঢাকা রুটের একুশে পরিবহন ও হিমাচল পরিবহনকে আর্থিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয় ।
আজ নোয়াখালীর মাইজদী শহর এলাকায় বিভিন্ন বাস কাউন্টারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মু্হসিয়া তাবাসসুম মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে তাঁকে সহযোগিতা করেন পরিদর্শক, বি আর টি এ, নোয়াখালী। ও সুধারাম থানার পুলিশ।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করে নির্ধারিত টিকেটের মূল্যের চেয়ে বেশি মূল্যে টিকেট বিক্রি করায় ০২ জন বাস কাউন্টার মালিককে মোট= ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং লাইসেন্স না থাকায় ০৮ জন গাড়ি চালক কে ২,৫০০/- (দুই হাজার পাঁচ শত) টাকা জরিমানা করা হয়।জরিমানা যথাক্রমে হিমাচল বাস কাউন্টার, মাইজদী বাজার = ১০,০০০/- (দশ হাজার) টাকা, একুশে বাস কাউন্টার, নতুন বাস স্ট্যান্ড = ১০,০০০/- (দশ হাজার) টাকা। এবং গাড়ি চালকদের= ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা
মোট জরিমানার পরিমাণ= ২২৫,০০/- (বাইশ হাজার পাঁচশত) টাকা।
Leave a Reply