অপরাধ সংবাদ | তারিখঃ আগস্ট ১৬, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 419 বার
বাংলাদেশ রেলওয়ের খুলনা-মোংলা পোর্ট প্রকল্পের পরিচালক (পিডি)রমজান আলী ও তার স্ত্রীর দিলরুবা পারভীন ইলোরার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসাথে কোটি টাকা আত্মসাতের অভিযোগে হবিগঞ্জের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ানসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। আজ রবিবার পৃথকভাবে এসব মামলা দায়ের করা হয়।
দুদকের উপপরিচালক আবু বক্কর সিদ্দিকের করা বাংলাদেশ রেলের প্রকল্প পরিচালক রমজান আলী ও তার স্ত্রীর দিলরুবা পারভীন ইলোরার বিরুদ্ধে করা একটি মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি মো. রমজান আলী জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত দুই কোটি তেতাল্লিশ লক্ষ আশি হাজার দুইশত ছিয়াশি টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন।
অপর মামলায় রমজান আলীর স্ত্রী দিলরুবা পারভীন ইলোরাকে আসামি করেছে দুদক। মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলায় বলা হয়েছে, জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত এক কোটি পঁচাশি লক্ষ আট হাজার একশত আশি টাকার সম্পদ অর্জন ও দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটন করায় মামলাটি দায়ের করা হয়।
এদিকে হবিগঞ্জের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ানসহ দুজনের বিরুদ্ধে মামলায় প্রকৃত দামের চেয়ে অতিরিক্ত দামে বই কিনে এক কোটি ঊনত্রিশ লক্ষ তেত্রিশ হাজার একশত একুশ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। মামলার অপর আসামি হলেন নির্ঝরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আফসানা ইসলাম কাকলী। রবিবার দুদকের উপ-সহকারী পরিচালক সহিদুর রহমান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ানের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছে দুদক। কমিশনের উপ-সহকারী পরিচালক মো.ফেরদৌস রহমান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
মামলার অপর আসামি হলেন পুনম ট্রেড ইন্টারন্যাশনালের এসএম নজরুল ইসলাম নূতন। মামলার অভিযোগে বলা হয়েছে, অতিরিক্ত মূল্য দেখিয়ে যন্ত্রপাতি কেনার মাধ্যমে দুই কোটি চৌদ্দ লক্ষ সাতচল্লিশ হাজার সাত শত টাকা আত্মসাৎ করেছেন তারা।
Leave a Reply