অপরাধ সংবাদ | তারিখঃ আগস্ট ১৫, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 561 বার
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষা বর্ষের ছাত্র ও গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের বিল্লাল শরীফের ছেলে মাসরুল ইসলাম পনি শরীফ (২৩), একই উপজেলার বরফা শেখ পাড়া গ্রামের আবুল হোসেন শেখের ছেলে আঃ রহমান সৌরভ শেখ (১৯), বরফা মধ্যপাড়া আইয়ুব শেখের ছেলে হাসিবুর রহমান ওরফে শান্ত ওরফে কাকন (১৯), বরফা গ্রামের কামাল পাশা মিনার ছেলে নাইম উদ্দিন (১৯), কুমিল্লার দেবিদ্ধার থানার ইন্দ্রাকচর গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (৪৫), ময়মনসিংহের কোতোয়ালি থানার চোরখাই গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মো. হুমায়ুন কবির (২৪), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বিশমপুরদী গ্রামের সালাম হাওলাদার ছেলে নাজমুল হাসান (১৯)। দুলাল মিয়া ও মো. হুমায়ুন কবিরকে ঢাকার ক্রিস্টাল ইন হোটেল থেকে গ্রেফতার করা হয়।
শনিবার বিকালে আটককৃতদের গোপালগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়াও এ ঘটনার সঙ্গে আরও অনেকেই জড়িত বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান। তাদেরকেও দ্রুত গ্রেফতার করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ঈদের ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছন দিকের জানালা ভেঙে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. প্রফেসর নূরউদ্দিন আহমেদ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলা নং-২o। এর আগে ঢাকা থেকে ৩৪টি কম্পিউটার উদ্ধার করে পুলিশ।
Leave a Reply