ট্রাভেল | তারিখঃ জুলাই ২০, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 1962 বার
সরকারি নির্দেশ অনুযায়ী আগামী ২৩জুলাই থেকে বাংলাদেশ থেকে আকাশপথে বিদেশগামী যাত্রীদের জন্য কোভিড পরীক্ষার সনদ বাধ্যতামূলক করা হয়েছে। এ নির্দেশনা অনুযায়ী ১৬ টি সরকারি হাসপাতাল / প্রতিষ্ঠানে কোভিড পরীক্ষা করাতে হবে।
যাত্রার ৭২ ঘণ্টা বা তিন দিন আগের কোনো নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘণ্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে।
আজ শনিবার বিমানের ওয়েবসাইটে নির্দেশনাবলী প্রকাশ করা হয়েছে। এগুলো হলো :
১। যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোন নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘন্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে;
২। নমুনা প্রদানের সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে;
৩।কোভিড-১৯ পরীক্ষার নিমিত্তে নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন;
৪।নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন;
৫। বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০ টাকা ফি প্রদান করতে হবে।
যে ১৬টি সরকারি হাসপাতাল অথবা প্রতিষ্ঠানে কোভিড পরীক্ষা করাতে হবে:
১. শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল (এসবিএমসি)
২. বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেস, চট্টগ্রাম
৩.কক্সবাজার মেডিকেল কলেজ
৪. কুমিল্লা মেডিকেল কলেজ
৫. ন্যাশনাল ইনস্টটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, ঢাকা
৬. ইস্টউটিট অব পাবলিক হেলথ, ঢাকা
৭. ন্যাশনাল ইনস্টটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, ঢাকা
৮. নারায়ণগঞ্জ তিনশ শয্যা হাসপাতাল
৯. খুলনা মেডিকেল কলেজ
১০. কুষ্টিয়া মেডিকেল কলেজ
১১. ময়মনসিংহ মেডিকেল কলেজ
১২. শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া
১৩. রাজশাহী মেডিকেল কলেজ
১৪. এম আবদুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর
১৫. রংপুর মেডিকেল কলেজ
১৬. সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ
এ ছাড়া বিস্তারিত তথ্যের জন্য বিমান ওয়েবসাইট: www.biman-airlines.com এবং বিমান কল সেন্টার : ০১৭৭৭৭১৫৬১৩-১৬ যোগাযোগ করতে বলা হয়েছে।
Leave a Reply