বিদেশ | তারিখঃ এপ্রিল ২১, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 535 বার
নভেল করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার রাতে এক টুইটে ট্রাম্প বলেছেন, করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের চাকরি রক্ষার স্বার্থে তিনি অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়ে একটি নির্বাহী আদেশে সই করতে যাচ্ছেন।
অবশ্য তাৎক্ষণিকভাবে এটা পরিষ্কারও করা হয়নি যে, ট্রাম্প কোন প্রক্রিয়ায় এই আদেশ বাস্তবায়ন করবেন।
এ বিষয়ে হোয়াইট হাউজও কোন মন্তব্য জানায়নি।
এর আগে ২০১৭ সালেও যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রক্রিয়া কঠোর করার সিদ্ধান্ত নেন ট্রাম্প। এমনকি বেশ কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি আরোপসহ নির্বাহী আদেশও জারি করেন তিনি।
Leave a Reply