জাতীয় স্বদেশ | তারিখঃ এপ্রিল ২০, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 856 বার
মহামারী করোনাভাইরাস চিকিৎসায় সহায়ক ওষুধ হিসেবে বিভিন্ন দেশে ব্যবহৃত হাইড্রোক্সিক্লোরোকুইন রপ্তানীর শুল্ক প্রত্যাহার করেছে বাংলাদেশ। মালয়েশিয়ার অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানী-শুল্ক প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এর আগে গণমাধ্যমকে বলেন, হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট করোনা রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ উল্লেখ করে এটির রপ্তানী-শুল্ক প্রত্যাহারে বাংলাদেশকে অনুরোধ করেছিলেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসামুদ্দিন তুন হোসেইন। এক চিঠিতে তিনি ক্লোরোকুইন চাহিদার বিষয়টি উল্লেখ করে করোনা মোকাবিলায় দুই দেশের একসঙ্গে লড়াইয়ের ওপর জোর দেন। ঢাকা সেই অনুরোধ রেখেছে এবং বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানী-শুল্ক প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. খলিলুর রহমান জানিয়েছেন- ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট বহু বছর ধরে বিদেশে রপ্তানী করছে বাংলাদেশ।
Leave a Reply