জেলা সংবাদ | তারিখঃ এপ্রিল ১৪, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 1799 বার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসির রায় কার্যকরের পর রাতের আধাঁরে চরম গোপনীয়তার মাধ্যমে তার মরদেহ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার হোসেনপুর এলাকায় দাফন করা হয়েছে। রবিবার (১২এপ্রিল) ভোরে সোনারগাঁও উপজেলার হোসেনপুর এলাকায় এই মরদেহ দাফন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা থেকে খুনি মাজেদের মরদেহ অপসারণের দাবিতে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ৭১ নামের একটি সংগঠন সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন করে। সোমবার খাগকান্দা এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ হলের জিএস আব্দুর রহিম সরকার, সংগঠনের সাধারণ সম্পাদক মামুন সরকার, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম , আওয়ামী লীগ নেতা জামান সরকার ও বিল্লাল সরকারসহ শতাধিক লোক অংশ নেন। তারা লাশ সোনারগাঁ থেকে সরিয়ে নেওয়ার দাবি জানান।
Leave a Reply