জাতীয় স্বদেশ | তারিখঃ এপ্রিল ১৩, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 1119 বার
আজ বাংলার চিরায়ত উৎসব চৈত্র সংক্রান্তি । চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি। আবার এদিন বাংলা বর্ষেরও শেষ দিন।
আবহমান বাংলার এক চিরায়ত উৎসব চৈত্র সংক্রান্তি। মেলা, পুতুল নাচ, চড়ক-গাজন উৎসবসহ হালখাতা এর অন্যতম প্রধান অনুসঙ্গ। হালখাতা ঘিরে ব্যস্ত ব্যবসায়ীরা।
আগামীকাল মঙ্গলবার পয়লা বৈশাখ-নতুন বাংলা বর্ষ ১৪২৭। জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে এই আহ্বান জানাবে বাঙালি।
বাংলা উইকিপিডিয়া সূত্রমতে, চৈত্র থেকে বর্ষার প্রারম্ভ পর্যন্ত সূর্যের যখন প্রচণ্ড উত্তাপ থাকে তখন সূর্যের তেজ প্রশমন ও বৃষ্টি লাভের আশায় কৃষিজীবী সমাজ বহু অতীতে চৈত্র সংক্রান্তির উদ্ভাবন করেছিল।
আবহমান বাংলার চিরায়িত নানা ঐতিহ্যকে ধারণ করে আসছে এই চৈত্র সংক্রান্তি। বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতিবছর চৈত্র সংক্রান্তিকে ঘিরে থাকে নানা অনুষ্ঠান-উৎসবের আয়োজন।
কথিত আছে চৈত্র সংক্রান্তিকে অনুসরণ করেই পহেলা বৈশাখ উদযাপনের এত আয়োজন। তাই চৈত্র সংক্রান্তি হচ্ছে বাঙালির আরেক বড় উৎসব।
বিশ্লেষকরা বলেন, চৈত্র সংক্রান্তির সেই আবহমান ঐতিহ্য আজ অনেকটাই ম্লান। এই উৎসবকে হারাতে না দিয়ে বাঁচিয়ে রাখার আহ্বান তাদের।
চৈত্র মাসের শেষ দিনই বাংলা বর্ষ শেষের শেষ দিন। এই দিনটিই চৈত্র সংক্রান্তি নামে পরিচিত। আবহমান বাংলার চিরায়িত নানা ঐতিহ্যকে ধারণ করে আসছে এই চৈত্র সংক্রান্তি।
বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য চৈত্র সংক্রান্তিকে ঘিরে থাকে নানা অনুষ্ঠান-উৎসবের আয়োজন।
আবহমান কালের জমিদারির খাজনা আদায়সহ চৈত্র সংক্রান্তিকে ঘিরেই ঐতিহ্যবাহী হালখাতা উৎসব।
হালখাতা উৎসব নিয়ে পুরান ঢাকার ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন। দোকান-পাট ধুয়ে-মুছে পরিস্কার করছেন দোকানিরা।
হালখাতা ও বর্ষবরণে ব্যবসায়ীদের আনন্দের পাশাপাশি আগের মত আড়ম্বরপূর্ণ না হওয়ায় মন খারাপের কথাও জানান তারা।
নতুন বছরে জুম চাষ শুরু করার আনন্দ পাশাপাশি বাড়ি-ঘর মেরামতের সঙ্গে সঙ্গে চৈত্র সংক্রান্তিতে বিজু -বৈশাবিসহ নানা উৎসবে মেতে থাকেন পাহাড়িরাও।
চৈত্র সংক্রান্তি বাঙালি ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ জানিয়ে বিশ্লেষকরা বলেন-চৈত্র সংক্রান্তির ঐতিহ্যবাহী উৎসবগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে।
পহেলা বৈশাখের আনন্দ যেন চৈত্র সংক্রান্তির ঐতিহ্যকে ছাপিয়ে না যায় সে দিকে লক্ষ্য রাখার আহ্বানও রয়েছে তাদের।
কথিত আছে চৈত্র সংক্রান্তিকে অনুসরণ করেই পহেলা বৈশাখ উদযাপনের এত আয়োজন তাই চৈত্র সংক্রান্তি হোক বাঙালির আরেক বড় উৎসব
Leave a Reply