প্রবাস | তারিখঃ মার্চ ২৬, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 777 বার
মরণব্যাধি কভিড-১৯ (করোনাভাইরাস) থেকে সুরক্ষার জন্য বিশ্বের সকল মুসলিমদের সংঘবদ্ধভাবে একই সময়ে দোয়া পাঠের ঘোষণা করা হয়েছে। পুরো বিশ্বের সাথে একাত্ম হয়ে বাংলাদেশে এ দোয়া পাঠ করা হবে স্থানীয় সময় বিকেল ৫ টায়। প্রতিবেশী দেশ পাকিস্তানে দোয়া পাঠের সময় বিকেল ৪ টা, এদিকে সংযুক্ত আরব আমিরাত, বাকু ও ওমানে বিকেল ৩ টা, সৌদি আরব ও কাতারে দোয়া পাঠের সময় দুপুর ২ টা, কানাডায় সকাল ৭ টা এবং অস্ট্রেলিয়ার সিডনিতে রাত ১০ টা,রাশিয়ায় দুপুর ২ টায়, পোল্যান্ডে দুপুর ১ টায় ।
ঘোষণা অনুসারে, যে কোনো স্থান থেকেই মুসলমানরা এ দোয়াটি পড়তে পারবেন। বিশ্বময় সকল মুসলমানরা যে যার স্থানে অবস্থান করে করোনা সংক্রমণ থেকে পুরো বিশ্বকে রক্ষার উদ্দেশে দোয়াটি পড়বেন।
দোয়া পড়ার নিয়ম:
১০০ বার হাসবুন আল্লাহ্ ই ওয়া নেইমাল ওয়াকিল।
১০০ বার লা ইলাহা ইল্লা আন্ তা সুব’হানাকা ইন্নি কুন্তু মিনাজ জোয়ালিমিন।
১০০ বার দুরুদ শরীফ (সংক্ষেপ দুরুদ: ‘সাল্লালাহু আলাহি ওয়াসাল্লাম’ বা দুরুদ ইব্রাহিমী; যেটি সহজবোধ হয়)।
ঘোষণা অনুযায়ী পরিচিত ব্যক্তিদের কাছে তথ্যটি পৌঁছে দেয়ার অনুরোধ করা হয়েছে, যেনো বিশ্বের অধিক সংখ্যক মুসলিম একই সময়ে দোয়া পাঠে অংশগ্রহণ করতে পারেন এবং মহামারী করোনাভাইরাসের কারণে উদ্ভুত এই সংকটময় পরিস্থিতি থেকে বিশ্বকে মুক্তি ও বিশ্বের সকল মানুষের কল্যাণ কামনা করতে পারেন।
Leave a Reply