খেলাধুলা | তারিখঃ জুন ২৪, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 569 বার
ক্রোয়েশিয়ার কাছে হারের পর কোচ হোর্হে সাম্পাওলির কোনো নির্দেশের তোয়াক্কা করছেন না আর্জেন্টিনার খেলোয়াড়েরা। সাম্পাওলি এখন শুধুই ‘কাগুজে’ কোচ। আর তাই নাইজেরিয়ার বিপক্ষে নিজেদের বাঁচা-মরার ম্যাচে কোচের হাতে কোন ক্ষমতা থাকছে না। শুরুর একাদশে কারা খেলবেন। কখন কোন খেলোয়াড়কে পরিবর্তন করতে হবে তা মেসিরাই ঠিক করবেন। আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোচ হোর্হে সাম্পাওলি যদি গ্রুপের শেষ ম্যাচে ডাগ আউটে থাকতে না চান তাও কোন অসুবিধে নেই। আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর গভীর রাতে খেলোয়াড়েরা তাঁদের বেস ক্যাম্পে বৈঠকে বসেন। সেখানে সাম্পাওলিকে তাঁরা বলেন, নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে তিনি যেন কোচিং না করেন। মানে, সাম্পাওলি এই ম্যাচে কোনো নির্দেশ খাটাতে পারবেন না। ট্যাকটিস কিংবা একাদশও বাছাই করতে পারবেন না।
টিওয়াইসি স্পোর্টসের জানানো আরেকটি বিস্ফোরক তথ্য হলো, সাম্পাওলিকে না মানার এই বিদ্রোহে খেলোয়াড়দের সমর্থন দিচ্ছেন স্বয়ং এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। অন্যান্য সংবাদমাধ্যমে অবশ্য দাবি করা হয়েছে, খেলোয়াড়, কোচিং স্টাফ ও তাপিয়া মিলে বৈঠক শেষে ঐক্যবদ্ধ হয়ে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছেন।
Leave a Reply