ভেজাল পণ্য ব্যবহারের দায়ে পারসোনা বিউটি পার্লারকে ৪ লাখ টাকা ও ফারজানা শাকিলস বিউটি পার্লারকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া একই দায়ে দুই রেস্টুরেন্টকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার অধিদপ্তর।
মঙ্গলবার সকালে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-সচিব মনজুর মোহাম্মদ শাহরিয়ার এ অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে কফিওয়ার্ল্ড রেস্টুরেন্টকে ১ লাখ টাকা ও ক্রিমসন কাপ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।