রাজধানীর দক্ষিণ বনশ্রীতে তৈয়বিয়া মাইজভান্ডারি খানকা শরীফে (বাংলাদেশ মাইজ ভান্ডারি ফোরাম) মঙ্গলবার (৫ জুন) রাতে অভিযান চালিয়ে ১১ মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৩। এসময় গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সারা দেশে চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবেই খিলগাঁওয়ের তৈয়বিয়া মাইজভান্ডারীয়া খানকা শরীফে অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে দক্ষিণ বনশ্রীর জি ব্লকের ছয় নম্বর রোডে ওই দরবার শরীফে অভিযান চালানো হয়। সেখানে মাটির নিচে ও টয়লেটের ভেতর থেকে বিপুল পরিমান গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করেন তারা। এসময় ১১জনকে আটক করা হয়েছে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, তৈয়বিয়া মাইজভান্ডারি খানকা শরীফ, বাংলাদেশ মাইজ ভান্ডারি ফোরাম ২০ বছর ধরে অবৈধভাবে ছয় নম্বর রোডের প্রায় ১৪ কাঠা সরকারি জায়গা দখল করেছিল। তাদের কাছে ওই জায়গার কাগজ চাওয়া হয়। কিন্তু তারা দেখাতে পারেনি। পরে তাদের উচ্ছেদ করে দেয়া হয়।