খেলাধুলা | তারিখঃ ডিসেম্বর ১২, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 407 বার
অস্ট্রিয়াতে রেড বুল সালজবুর্গকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্বে জায়গা করে নিলো লিভারপুল। ‘ই’ গ্রুপে ড্র করলেই শেষ ষোলো নিশ্চিত ছিল লিভারপুলের। আর শেষ ষোলোর জন্য সালজবুর্গের প্রয়োজন ছিল জয়। তবে ঘরের মাঠে অলরেডদের কাছে ২-০ গোলে হেরে যায় নরওয়েজিয়ান স্ট্রাইকার এরলিং হালান্দের সালজবুর্গ। এই জয়ে লিভারপুলের পয়েন্ট হয় ১৩। আর ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সালজবুর্গের। ম্যাচের ৫৭তম মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন মিডফিল্ডার নাবি কেইতা। এর পরের মিনিটে অলরেডদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ সালাহ।
মিশর থেকে লিভারপুলে পাড়ি দেয়ার পর এই প্রথম ডান পায়ে গোল পেলেন সালাহ। ২০১৭ সালের পর চ্যাম্পিয়ন্স লীগে ২৭ (১৮টি গোল ও ৯ টি অ্যাসিস্ট) গোলে অবদান রাখলেন সালাহ। এই সময় লিওনেল মেসি সর্বোচ্চ ২৮টি গোলে অবদান রাখেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচ পর লিভারপুলের জাল অরক্ষিত থাকলো। শেষ দশ ম্যাচে তারা মোট ১৮ গোল হজম করে। ম্যাচ শেষে ক্লপ এই ম্যাচ নিয়ে বলেন, ‘এটি ছিল অনেকটা হেভিওয়েট বক্সিংয়ের মতো। দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণে ব্যস্ত ছিল। কিন্তু দিনশেষে আমরা দুই গোল দিয়ে ফলাফল নিজেদের করে নিলাম।’
জেতার পর বরখাস্ত নাপোলি কোচ আনচেলত্তি
চ্যাম্পিয়ন্স লীগের শেষ রাউন্ডের ম্যাচে গেঙ্কের বিপক্ষে ৪-০ গোলের জয়ের পর নাপোলি কোচ কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করেছে ক্লাবটি। এই জয়ে ‘ই’ গ্রুপে দ্বিতীয় হয়ে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলো নিশ্চিত করে দলটি। এই ম্যাচের আগে টানা ৯ ম্যাচ জয়শূন্য ছিল নাপোলি। ‘সিরি আ’ তে ২১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে নেমে যায় তারা। ক্লাবের পক্ষ থেকে টু্ইটে জানানো হয়, ‘কার্লো আনচেলত্তি আর নাপোলির কোচ হিসেবে থাকছেন না। তবে তার সঙ্গে ক্লাব ও প্রেসিডেন্টের সম্পর্ক অটুট থাকবে।’
এদিন গেঙ্কের হয়ে চ্যাম্পিয়ন্স লীগের সর্বকনিষ্ঠ গোলরক্ষক হিসেবে অভিষেক হয় মার্টিন ভ্যানডেভর্টের। মাত্র ১৭ বছর ২৮৭ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে মাঠে নামেন এই গোলরক্ষক। তিনি বেনফিকার মাইল ভিলারের ১৮ বছর ৫২ দিনের রেকর্ড ভেঙে দেন। তবে ৪ গোল হজম করেন অভিষিক্ত ভ্যানডেভর্ট। ম্যাচে ইতালিয়ান ক্লাব নাপোলির পক্ষে হ্যাটট্রিক করেছেন পোলিশ ফরোয়ার্ড আর্কাদিউস মিলিক। অন্য গোলটি করেন ড্রিস মার্টেন্স।
Leave a Reply