জেলা সংবাদ | তারিখঃ অক্টোবর ১৮, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 604 বার
এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় আবু বকর সিদ্দিক ওরফে বাবুল নামে এক ইউপি সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তালাব গ্রামে। এ ঘটনায় গৃহবধূ বাদি হয়ে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার তালাব গ্রামের আহম্মদ আলী মামলার সুবাদে ময়মনসিংহ আদালতে যান। এই সুযোগে কাচিনা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার ও কাচিনা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক ওরফে বাবুল ঘটনার দিন সন্ধ্যায় আহম্মদ আলীর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
এসময় গৃহবধূ কৌশলে ঘর থেকে বের হয়ে বাহির থেকে দরজায় তালা লাগিয়ে প্রতিবেশীদের খবর দেন। পরে এলাকার লোকজন বাবুলকে গণধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করেন।
গৃহবধূ জানান, ঘটনারদিন তার স্বামী মামলার কারণে ময়মনসিংহ যাওয়ার সুযোগে বাড়ি এসে মেম্বার বাবুল জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার এক শিশু সন্তানও আহত হয়। পরে কৌশলে তিনি ঘর থেকে বের হয়ে দরজায় তালা লাগিয়ে প্রতিবেশিকে ঘটনাটি জানান।
অভিযুক্ত ইউপি সদস্য আবু বকর সিদ্দিক বাবুল জানান, তাকে ষড়যন্ত্রমূলকভাবে বাড়িতে ডেকে নিয়ে ফাঁসানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূ বাদি হয়ে ওই মেম্বারের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে ভালুকা মডেল থানায় মামলা (নম্বর-২৩) দায়ের করেছেন।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, ধর্ষণচেষ্টা ঘটনায় গৃহবধূ বাদি হয়ে অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply