হাইটেক | তারিখঃ অক্টোবর ১৫, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 602 বার
চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই ৫-জি নেটওয়ার্ক সমর্থিত স্মার্টফোন অ্যাক্সন ১০ প্রো বাজারে আনছে । সম্প্রতি অস্ট্রিয়ায় অনুষ্ঠিত ‘ভিয়েনা ফ্যাশন উইক ২০১৯’ আয়োজনে জেডটিইর প্রথম ৫-জি রেডি স্মার্টফোনটি প্রদর্শন করা হয়।
চলতি বছরের জুলাই মাসে দেশটিতে জেডটিই অ্যাক্সন ১০ প্রো সিরিজের প্রথম উন্মোচন করা হয়। জেডটিই অ্যাক্সন ১০ প্রো ৫-জি স্মার্টফোনটি নকশা ও যন্ত্রাংশের জন্য আলোচনায় এসেছে।
স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ৪৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। আরও আছে ড্রপ আকৃতির নচ, ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সঙ্গে এআই ট্রিপল ক্যামেরা। এফ/১.৭ অ্যাপারচার ও ৬পি লেন্সের ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরার সঙ্গে রয়েছে ১২৫ ডিগ্রি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২০ মেগাপিক্সেল সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের এফ/২.৪ অ্যাপারচারের টেলিফটো ক্যামেরা। ফোনটির ব্যাটারি ৪ হাজার মিলি অ্যাম্পিয়ারের।
জেডটিই বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা প্যাং উই বলেন, ‘প্রযুক্তিগত উদ্ভাবনের প্রচেষ্টা হিসেবে অ্যাক্সন ১০ প্রো ৫-জি চীন, উত্তর ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বাণিজ্যিক ৫-জি স্মার্টফোন হিসেবে প্রদর্শন করা হচ্ছে।’
Leave a Reply