জাতীয় স্বদেশ | তারিখঃ অক্টোবর ১৪, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 468 বার
নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রামিণ কমিউনিকেশন্সের কর্মচারীদের চাকরিচ্যুত করার তিন মামলায় জারি করা গ্রেফতারী পরোয়ানা স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে স্থগিত করা হয়েছে মামলাগুলোর কার্যক্রমও। মামলা বাতিল চেয়ে করা আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি মোহাম্মাদ আব্দুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ আদেশ দেন।
৯ অক্টোবর ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম এ গ্রেফতারী পরোয়ানা জারি করেন। সেদিন ওই তিন মামলায় ইউনূসের সমনের জবাব দেওয়ার জন্য দিন ধার্য ছিলো। কিন্তু তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত।
এর আগে গত ৩ জুলাই ঢাকার তৃতীয় শ্রম আদালতে ইউনূসসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেন তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশন্সের চাকরিচ্যুত তিন কর্মচারী।
Leave a Reply