সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে রাউন্ড রবিন লীগের এক ম্যাচ বাকি থাকতেই ফাইনালে খেলা নিশ্চিত করেছে বাঘিনীরা।

শুক্রবার (১১ অক্টোবর) থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১২ মিনিটে সাহিদা আক্তারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ২৬ মিনিটের মাথায় স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার। পরে নেপাল এক গোল শোধ করলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা।

আগামী ১৩ অক্টোবর লাল-সবুজদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল ১৫ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে। ইতোমধ্যে বাংলাদেশ ফাইনালে খেলার টিকেট পেয়েছে।