জাতীয় স্বদেশ | তারিখঃ অক্টোবর ৬, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 520 বার
যুবলীগ থেকে সদ্য বহিষ্কৃত ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও আরমানকে গ্রেফতারের পর কুমিল্লা থেকে ঢাকায় আনা হয়েছে। পরে সম্রাটকে নিয়ে রবিবার দুপুরে তার কাকরাইল কার্যালয়ে অভিযান পরিচালনা করে র্যাব।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, ঢাকায় এনে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। দুপরে সম্রাটকে কাকরাইলের তার নিজস্ব কার্যালয়ে এনে অভিযান চালানো হচ্ছে।
এর আগে রবিবার ভোর ৫টার দিকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর থেকে সহযোগী আরমানসহ তাকে গ্রেফতার করা হয়।
এদিকে অসামাজিক কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে যুবলীগ থেকে বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। আজ রবিবার, সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এ সিদ্ধান্ত নেয়।
Leave a Reply