জাতীয় স্বদেশ | তারিখঃ অক্টোবর ৫, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 588 বার
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে বিহারিদের সঙ্গে স্থানীয় কাউন্সিলরের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে সেখানে জেনেভা ক্যাম্পে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সৃষ্টি হয়। মোস্তাকিম কাবাব রেস্টুরেন্টের পাশে বিহারীদের সঙ্গে স্থানীয় কাউন্সিলরের নেতাকর্মীদের দফায় দফায় এ সংঘর্ষ হয়।
এ সময় বিহারীরা এবং কাউন্সিলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে বেশ কয়েক জায়গায় আগুন ধরিয়ে দেয়।
পুলিশ জানায়, ৩১ কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি ছিলো বিহারীদের। সরকার ক্যাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় বিহারিদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। তারা সেই বিল না দিয়ে রাস্তায় বিক্ষোভ করছে, পুলিশের উপর ও ইট পাটকেল মেরেছে, পরিস্থিতি নিয়ন্ত্রনে কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।
Leave a Reply