ক্রিস্তিয়ানো রোনালদো জ্বলে উঠলেন । একাই উপহার দিলেন চার গোল। লিথুয়ানিয়াকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে জয়ের ধারা ধরে রাখল পর্তুগাল।
লিথুয়ানিয়ার মাঠে মঙ্গলবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটি ৫-১ গোলে জিতে পর্তুগাল। দুই ড্রয়ের পর টানা দুই জয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইউরোর শিরোপাধারীরা। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ইউক্রেন।

সপ্তম মিনিটে স্পট কিকে পর্তুগালকে এগিয়ে নেন রোনালদো। ডি-বক্সে ডিফেন্ডার পালিওনিসের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

একটু পর রোনালদোর শট লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান দ্বিগুণ হয়নি। ২৮তম মিনিটে সমতায় ফেরে গ্রুপের তলানির দল লিথুয়ানিয়া। কর্নারে ভিতোতাসের হেড পোস্টের ভেতরের কানায় লেগে জাল খুঁজে নেয়।

প্রথমার্ধের শেষ দিকে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি পর্তুগাল। রোনালদো ও ব্রুনো ফের্নান্দেসের শট লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর উইলিয়াম কারভালহোর হেডও খুঁজে পায়নি ঠিকানা।
৭ মিনিটে শুরু। এরপর আর ধরে রাখা গেলো না ক্রিস্টিয়ানো রোনালদোকে। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে ৫৪তম হ্যাটট্রিক পূরণ করলেন পর্তুগিজ উইঙ্গার। হ্যাটট্রিক করেই ক্ষান্ত হননি ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। করেছেন আরো এক গোল।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে রোনালদোর চার গোলের সুবাদে ২০২০ ইউরো বাছাই পর্বের ‘বি’ গ্রুপে স্বাগতিক লিথুনিয়াকে ৫-১ ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে পর্তুগাল।

ইউরোপ ফুটবলের পুঁচকে দল লিথুনিয়া। তবে শুরুতে পর্তুগালের সঙ্গে বেশ পাল্লা দিয়ে লড়ছিল দেশটি। ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে পর্তুগিজদের এগিয়ে দেন রোনালদো। ২৮ মিনিটে সমতায় ফিরে লিথুনিয়া।

১-১ ব্যবধানে বিরতিতে যায় দু’দল। দ্বিতীয়ার্ধে ভয়ঙ্কর হয়ে ওঠেন জুভেন্টাস ফরোয়ার্ড। ৬১ মিনিটে বেনফিকা মিডফিল্ডার রাফা সিলভার পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। এর ৪ মিনিট পরেই বার্নাদো সিলভার পাস থেকে জাতীয় দলের জার্সিতে অষ্টম হ্যাটট্রিক করে বসেন সিআর সেভেন।

রোনালদো তার ৫৪ হ্যাটট্রিকের ৪৪টি করেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের হয়ে করেছেন একটি করে।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা চতুর্থ গোলটি করেন ৭৬ মিনিটে। এবারও বলটির জোগানদাতা বার্নাদো সিলভা। যোগ করা সময়ে লিথুনিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন উইলিয়াম কারভালহো।