আজ উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ‘গণতন্ত্রের মানসপুত্র’ খ্যাত জাতীয় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১২৭তম জন্মবার্ষিকী ।

এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত তিন নেতার মাজারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

পরে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা বলেন, পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ ছিলেন অবিভক্ত পাকিস্তানের এই প্রধানমন্ত্রী। উপমহাদেশের রাজনীতিতে তিনি অমর হয়ে থাকবেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু ছিলেন বলেও মন্তব্য করেন তারা।

১৮৯২ সালের ৮ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুরের সম্ভ্রান্ত এক পরিবারে জন্মগ্রহণ করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।