রাজনীতি | তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 977 বার
ভারতের আসাম রাজ্যের প্রকাশিত নাগরিকপঞ্জির বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক চলাকালে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় সরকারের কাছে এই ব্যাখ্যা দাবি করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আমরা যে জরুরি বিষয়টি বলতে চাই, তা হলো কিছু পত্র-পত্রিকায় দেখতে পাচ্ছি- আসামের মন্ত্রী ও বিজেপি নেতারা বলছেন, সেখানে যে নাগরিকপঞ্জি করা হয়েছে, তাতে যে ১৯ লাখ লোক বাদ পড়েছেন, এর মধ্যে বেশিরভাগই নাকি বাংলাদেশি নাগরিক। আমরা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। আমরা মনে করি এ ধরনের বক্তব্য উদ্দেশ্যমূলক। বড় বিষয় হলো সরকার এ বিষয়ে একেবারে নীরব থাকছে। আমরা মনে করি জাতিকে অন্ধকারের মধ্যে না রেখে পরিষ্কার করে জানানো উচিত, আসলে বিষয়টা কী?
মির্জা ফখরুল বলেন, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী (ড. এস জয়শঙ্কর) যখন (ঢাকা সফরে) এসেছিলেন তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর (ড. একে আব্দুল মোমেন) সঙ্গে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী নাকি তাকে (বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে) নিশ্চিত করেছেন- এটা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু বিষয়টা হলো যখন তাদের বাংলাদেশের নাগরিক বলা হচ্ছে এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলা হচ্ছে, তখনতো সেটা আর ভারতের অভ্যন্তরীণ বিষয় থাকছে না। এ বিষয়গুলোতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। বিশেষ করে রোহিঙ্গা এক্সপেরিয়েন্সের পরে আমরা উদ্বিগ্ন। এ ব্যাপারে আসামের মন্ত্রীর যে বক্তব্য তার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি আমরা। একইসঙ্গে আমরা বাংলাদেশ সরকারের কাছে পরিষ্কার ব্যাখ্যা দাবি করছি।
Leave a Reply