সুন্দরী খোঁজার প্রতিযোগিতামূলক আসর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ শুরু হয়েছে। ইতিমধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহীদের নিবন্ধনপর্ব শুরু হয়েছে।

আগামী ৮ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা নিবন্ধন করার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিবন্ধন পর্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেইনমেন্ট।

সেখানে আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ শুধুমাত্র সৌন্দর্য খোঁজার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এই প্লাটফর্মটি সামাজিক সচেতনামূলত উন্নয়ন কাজেও নিয়োজিত করবে নিজেকে।

কয়েকটি এপিসোডে বিভক্ত করা হবে এবারে প্রতিযোগিতা। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ বিজয়ী ৪ অক্টোবর সরাসরি গালা ইভেন্টের মাধ্যমে সরাসরি লন্ডনে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড’ এর বিশ্বমঞ্চে অংশগ্রহণে করবেন।

এবারের প্রতিযোগিতায় বিচারক পদে কারা থাকবেন সে বিষয়ে এখনও চূড়ান্ত হয়নি বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আন্তর্জাতিক সব শর্ত মেনেই বাংলাদেশে এ আয়োজন পরিচালিত হবে জানিয়ে আয়োজকরা যে সতর্কবার্তা দেন, কোনো ধরনের তথ্য গোপন করে নিবন্ধন করা করা যাবে না। অবিবাহিত ১৮-২৭ বছর বয়সী জন্মসূত্রে বাংলাদেশি কেবল প্রতিযোগিতায় প্রার্থী হিসেবে যোগ্যতা পাবেন।