সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীকে ৪০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার সন্ধ্যা ৭টায় তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় তার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চান প্রধানমন্ত্রী এবং ভালোভাবে চিকিৎসা করার পরামর্শ দেন। পরে তিনি জয়নাল হাজারীকে ৪০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন। চিকিৎসার জন্য তাকে এ অর্থ দেওয়া হয়েছে বলে জানা যায়। অনুদানের এ চেক হস্তান্তরের সময় জাহাঙ্গীর কবির নানক, মীর্জা আজম, উপমন্ত্রী এনামুল হক শামীম, বাহাউদ্দিন নাসিম, পঙ্কজদেবনাথ এমপিসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। জয়নাল হাজারীর সহকারী হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান রোছি ও দেবব্রত বৈদ্য।