জাতীয় স্বদেশ | তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 571 বার
চট্টগ্রাম থেকে পারকাশিত দেশের অন্যতম পুরনো সংবাদপত্র দৈনিক আজাদী আজ ৬০তম বর্ষে পদার্পণ করেছে। ১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর পত্রিকাটির আত্মপ্রকাশ ঘটে। এ উপলক্ষে কর্মসূচি পালন করছে পত্রিকাটি।
৬০ বছরে পদার্পণ উপলক্ষে আজ বৃহস্পতিবার বাদ আসর আজাদী মিলনায়তনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
দৈনিক আজাদী প্রকাশ করেন ইঞ্জিনিয়ার আবদুল খালেক। রাউজানের সুলতানপুর গ্রামের এই কৃতি সন্তান ১৯৩২ সালে কোহিনূর ইলেকট্রিক প্রেস, ১৯৩৮ সালে কোহিনূর লাইব্রেরি এবং ১৯৫০ সালের ২২ ডিসেম্বর তাঁর সম্পাদনায় সাপ্তাহিক কোহিনূর পত্রিকা প্রকাশ করেন। এরপর ১৯৬০ সালে তিনি প্রকাশ করেন দৈনিক আজাদী।
বাংলাদেশের ইতিহাসের সঙ্গে মিশে আছে এ পত্রিকা। স্বাধীনতা যুদ্ধের পর ১৭ ডিসেম্বর ঢাকা থেকে পত্রিকা প্রকাশিত না হলেও দৈনিক আজাদী প্রকাশিত হয়। সে হিসাবে এটি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রকাশিত সংবাদপত্র। সেদিন পত্রিকার প্রধান সংবাদ ছিল ‘জয় বাংলা, বাংলার জয়’
Leave a Reply