কাশ্মীর ইস্যুতে লন্ডনে ভারতীয় হাইকমিশনে ভারত অধিকৃত কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের প্রতিবাদে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) লন্ডনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছিলেন প্রায় ১০ হাজার মানুষ। পরে বিক্ষোভ সহিংসতায় রূপ নিলে হাইকমিশনে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। লন্ডনে ভারতীয় হাইকমিশনের বাইরে দ্বিতীয়বারের মতো এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে বিরোধপূর্ণ অঞ্চলটিতে প্রথমবারের মতো বিক্ষোভ হয়েছে।

বিক্ষোভকারীরা এক পর্যায় হাই কমিশন ভবন লক্ষ করে ডিম, টমেটো, বোতল, জুতা ও পাথর নিক্ষেপ করেন। এতে ভবনের বেশকিছু গ্লাস ভেঙ্গে যায়। জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ)-এর ডাকে আয়োজিত এ কর্মসূচিতে সমর্থন দেয় যুক্তরাজ্যের সবকটি পাকিস্তানি ও কাশ্মীরী সংগঠন।

হাই কমিশনারের এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, দ্বিতীয়বারের মতো লন্ডনে ভারতীয় হাই কমিশনের বাইরে ৩ সেপ্টেম্বর সহিংস বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে ভবনের বেশকিছু ক্ষতি হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় চার ব্যক্তিকে আটক করেছে লন্ডনের পুলিশ। তাদের কাছ থেকে এক ফুট লম্বা একটি ড্যাগার উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। ওইদিন থেকে অচলাবস্থার মধ্যে রয়েছে কাশ্মীর। মোবাইল-ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। গৃহবন্দি করে রাখা হয়েছে সেখানকার রাজনৈতিক নেতাদের।

সূত্র: টাইম অব ইন্ডিয়া