রোহিঙ্গা সঙ্কট নিরসনে চীন ‘গঠনমূলক ভূমিকা’রাখবে বলে জানিয়েছেন ঢাকায় দেশটির নতুন রাষ্ট্রদূত লি জিমিং।আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এদিন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। বৈঠক শেষে সাংবাদিকদের চীনা রাষ্ট্রদূত বলেন, চীন রোহিঙ্গা সঙ্কট সমাধানে কাজ করছে। এই সঙ্কট সমাধানে আরও গঠনমূলক ভূমিকা রাখবে চীন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-চীনের দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু ছাড়াও রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে, রোহিঙ্গা সঙ্কটের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে বিকেল ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবেন ড. মোমেন।