জেলা সংবাদ | তারিখঃ আগস্ট ৩০, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 728 বার
বিশ্বের সবচেয়ে অনিরাপদ শহরের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। লন্ডনভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) এক সূচকে এমনটা বলা হয়েছে। ইআইইউ’র গত বছরের তালিকায় বিশ্বের তৃতীয়তম অনিরাপদ শহর হিসেবে স্থলাভিষিক্ত হয়েছিল ঢাকা। এক বছরে দুই ধাপ উন্নতি হয়েছে শহরটির। এনইসি করপোরেশনের পৃষ্ঠপোষকতায় তৈরি ইআইইউ’র প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে।
বিশ্বের নিরাপদ শহর সূচক ২০১৯ শীর্ষক প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে অনিরাপদ শহর নাইজেরিয়ার লাগোস। তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে ভেনিজুয়েলার ক্যারাকাস, মিয়ানমারের ইয়াঙ্গুন, পাকিস্তানের করাচি, বাংলাদেশের ঢাকা, মিশরের কায়রো, মরেক্কোর ক্যাসাব্ল্যাংকা, ইন্দোনেশিয়ার জাকার্তা ও ভারতের নয়াদিল্লি।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ৬০টি শহরের ডিজিটাল, স্বাস্থ্য, অবকাঠামো ও ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ক সূচক মূল্যায়ন করে তালিকাটি তৈরি হয়েছে। সূচকে প্রাপ্ত তথ্যগুলো বিশেষজ্ঞরা বৃহৎ পরিসরে গবেষণা ও সাক্ষাৎকারের মাধ্যমে যাচাই করে তালিকাটি তৈরি করেছেন।
ইআইইউর প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় প্রতিবছর মানুষ বাড়ছে প্রায় সাড়ে চার লাখ। সূচকে ১০০ স্কোরের মধ্যে ঢাকার সামগ্রিক স্কোর ৪৪.৬। এর মধ্যে ডিজিটাল সুরক্ষায় ৪১.৯ (৫৭তম), স্বাস্থ্য সুরক্ষায় ৪৫.১ (৫৭তম), অবকাঠামো স্কোর ৩৪.২ (৫৯তম) এবং ব্যক্তিগত সুরক্ষায় ৫৭.৪ (৫৫তম)।
এনইসি করপোরেশনের পৃষ্ঠপোষকতায় ইআইইউ নিরাপদ নগরের ইনডেক্স-২০১৯ প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সূচকের অনুসন্ধানগুলোর ক্ষেত্রে বিশেষজ্ঞদের বিস্তারিত সাক্ষাৎকার ও গবেষণার ফল বিবেচনা করে এই সূচক তৈরি করা হয়েছে। এ বছর এই সূচকের প্রথম দশটি নগরের মধ্যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকার ছয়টি নগর উঠে এসেছে।
Leave a Reply