রাশিয়ার মুসিলিম অধ্যুষিত চেচনিয়ায় একটি গির্জায় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে দুইজন পুলিশ, একজন বেসামরিক ব্যক্তি ও চার হামলাকারী নিহত হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, রাজধানী গ্রোজনি শহরে আর্কঅ্যাঞ্জেল মাইকেল চার্চে ওই ব্যক্তিরা একটি ছুরি ও বন্দুক নিয়ে হামলা চালায়। এসময় ওই গির্জার নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য ও একজন বেসামরিক ব্যক্তি মারা গেছেন।

এসময় ‘চার বিদ্রোহীকে হত্যা’ করা হয়েছে। এ ঘটনায় আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ বলছে, ‘আরও ভয়াবহ পরিণতি ও মৃতের সংখ্যা’ বাড়াটা ঠেকিয়েছে তারা।
পুলিশ ধারণা করছে সন্ত্রাসীরা জিম্মি নাটক কিংবা আরো বড় কোনো ঘটনা ঘটানোর জন্য হামলা করেছিল। তবে দ্রুত অভিযান পরিচালনা করায় তাদের দ্রুত নিষ্ক্রীয় করা সম্ভব হয়েছে।