জাতীয় স্বদেশ, রাজনীতি | তারিখঃ মে ২০, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 525 বার
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নিম্ন আদালতে বিচারাধীন নাশকতা ও মানহানিসহ ছয় মামলায় একসঙ্গে উচ্চ আদালতে জামিনের আবেদন করা হবে।
এ-সংক্রান্ত প্রস্তুতি শেষ হলে চলতি সপ্তাহেই তা দাখিল করা হতে পারে বলে জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা।
খালেদা জিয়ার আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকন জানান, নিম্ন আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা কয়েকটি মামলায় জামিন চাওয়া হয়েছিল; কিন্তু কোনো মামলা জামিন শুনানির জন্য লম্বা সময় দিয়ে তারিখ নির্ধারণ করা হয়েছে। যা সচরাচর অন্য মামলার ক্ষেত্রে ঘটে না।
তিনি বলেন, কুমিল্লার একটি নাশকতার মামলায় খালেদা জিয়াকে সহযোগী আসামি করা হয়েছে। এ মামলার সব আসামি জামিনে রয়েছেন। সে হিসেবে খালেদা জিয়াও জামিন পাওয়ার হকদার। আদালত জামিন না দিয়ে অধিকতর শুনানির জন্য দিন ধার্য রেখেছেন।
Leave a Reply