বিনোদন | তারিখঃ মে ১৯, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 540 বার
সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরের ক্রাফ্ট কমপ্লেক্সে ফেলমো নাইটে অংশ নেন অপু বিশ্বাস। গত বৃহস্পতিবার ঢাকা ফিরেই অপু বলেন, মালয়েশিয়ায় এবার একটি ভিন্ন ধরনের ইভেন্টে হাজির হয়েছিলাম। এছাড়া এবারের রমজানের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে অপু বিশ্বাস অভিনীত ছবি ‘পাঙ্কু জামাই’। আবদুল মান্নান পরিচালিত এ ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান। গতকাল একটি ব্রাইডাল ফটোসেশনে অংশ নিয়েছেন অপু বিশ্বাস।এই তারকার নতুন ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’-এর শুটিং শুরু শীঘ্রই হবে। এছাড় আরো কিছু কাজ নিয়ে কথা চলছে। রমজানজুড়ে অনেক কাজ নিয়েই ব্যস্ত থাকতে হবে এই চিত্রনায়িকাকে। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিটি পরিচালনা করছেন দেবাশীষ বিশ্বাস। সামনের সপ্তাহে এ ছবির কাজে অংশ নিবেন অপু। আর এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন বাপ্পি চৌধুরী। অপু বিশ্বাসকে দর্শকরা সবশেষ গত বছর বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ ছবিতে দেখেছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান ও আনিসুর রহমান মিলন।
Leave a Reply