জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বঘোষিত খুনি লে. কর্নেল (বরখাস্ত) এনএইচএমবি নূর চৌধুরীর টরন্টোর ইটোবিকোস্থ বাসার গেটে জুতো-স্যান্ডেল ঝুলতে দেখা গেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় শোক দিবসের প্রাক্কালে এই দৃশ্য দেখা যায়।

উল্লেখ্য, নূর ১৯৯৬ সালে কানাডায় আসে এবং রাজনৈতিক আশ্রয় চায়। কিন্তু চার চার বার তার রিফিউজি আবেদন প্রত্যাখ্যান করে দেশটি। এরপর গত ২৩ মে ২০০৭ সালে রিফিউজি বোর্ডের সংশ্লিষ্ট বিভাগ তাকে কানাডা থেকে বহিষ্কারের আদেশ দেয়। আইনের জটিলতায় অসুস্থ নূর চৌধুরী এবং তার স্ত্রী রাশেদা খানম এই অত্যাধুনিক বিলাসবহুল কন্ডোতে দীর্ঘ দিন ধরে বসবাস করছে।

কানাডা কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত দেয়া না; এই ধারায় নূর কানাডায় অবস্থান করছে। নূরকে বাংলাদেশে ফেরত আনার বেশ কটি আইনি সুযোগ রয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।সূত্র-ইত্তেফাক