খেলাধুলা | তারিখঃ মে ১৬, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 575 বার
রাশিয়ায় ২০১৮র বিশ্বকাপে যেসব সাংবাদিক যাচ্ছেন আর্জেন্টিনা থেকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের হাতে যে ম্যানুয়াল বই দিয়েছে তাতে একটা চ্যাপ্টারে লেখা হয়েছে ”রুশ নারীদের কীভাবে পটাতে হবে”- আর এই পরিচ্ছেদ নিয়েই তাদের কড়া তিরস্কারের মুখোমুখি হতে হয়েছে।
এতে সাংবাদিকদের পরামর্শ দেওয়া হয়েছে রুশ নারীদের মনোরঞ্জন করতে হলে ”নিজেকে পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন, আপনার শরীর সুগন্ধী রাখবেন এবং ভাল জামাকাপড় পরবেন।”
এতে নারীদের সঙ্গে তাদের এমন আচরণ করতে পরামর্শ দেওয়া হয়েছে যাতে তারা মনে করেন ”তাদেরও একটা দাম আছে”।
পুস্তিকার এই পরামর্শ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই পরিচ্ছেদটি সেখান থেকে সরিয়ে নিয়েছে।
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে কয়েক মাস আগেই বিশাল এক নারী সমাবেশ হয়েছিল যেটি ছিল লাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় নারী সমাবেশ এবং সেখানে নারীদের প্রতি চরম বৈষম্যের বিরুদ্ধে এবং নারীদের ওপর নির্যাতনের অবসান দাবি করে বিক্ষোভ হয়েছিল। তার কয়েক মাসের মধ্যেই রুশ নারীদে
মনোরঞ্জনের পরামর্শ সম্বলিত এই নির্দেশিকা বের হল।
‘যৌনতা নিয়ে বোকার মত প্রশ্ন করবেন না’
আর্জেন্টিনার সাংবাদিক নাচো কাতুল্লো বলেছেন রাশিয়ায় বিশ্বকাপে যাচ্ছেন যারা তাদের রুশ ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানার জন্য এএফএ বিনা খরচে যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল তাতে যারা যোগ দিয়েছিলেন তাদের মধ্যে তিনিও ছিলেন।
মি: কাতুল্লো তার টুইটার অ্যাকাউন্টে স্প্যানিশ ভাষায় বর্ণনা করেছেন তাদের হাতে কীভাবে ওই নির্দেশিকা দেওয়া হয় যেখানে একটা চ্যাপ্টারে বলা হয়েছে ”রুশ মেয়েদের কীভাবে পটাতে হবে”।
তিনি পুস্তিকার ওই চ্যাপ্টার টুইটারে পোস্ট করেন যা লোকে শেয়ার করতে শুরু করে এবং প্রশিক্ষণ চলাকালীনই ইন্টারনেটে এ নিয়ে হাসি মস্করা চলতে থাকে।
কাতুল্লো বলছেন, কর্মকর্তারা এসময় প্রশিক্ষণের মাঝখানে এসে নির্দেশিকা বইগুলো ফেরত নিয়ে নেন এবং ওই পাতাগুলো ছিঁড়ে নিয়ে সেগুলো আবার তাদের কাছে ফিরিয়ে দেন।
বইতে দেওয়া পরামর্শের চ্যাপ্টারটি আট ভাগে ভাগ করা ছিল এবং এতে সরাসরি কী করতে হবে তা বলা হয়েছিল।
নির্দেশিকার শুরুতেই বলা হয়েছিল, ”রুশ মেয়েরা সুন্দরী, তাই বহু পুরুষ তাদের সঙ্গে শুতে চায়।”
”হয়ত তারাও সেটা চায়, কিন্তু মনে রাখবেন ওরাও মানুষ- ওরাও গুরুত্ব চায়- তারা বিশেষ কেউ সেটা ভাবতে চায়।”
”তাদের কাছে যৌনতা নিয়ে বোকার মত প্রশ্ন করবেন না। যৌন সম্পর্ককে তারা একান্ত ব্যক্তিগত মনে করে এবং এটা নিয়ে সবার সামনে আলোচনা পছন্দ করে না।’–বিবিসি
Leave a Reply