জাতীয় স্বদেশ, বিদেশ | তারিখঃ মে ১৬, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 690 বার
নেপালে বুধবার খারাপ আবহাওয়ার কারণে একটি পরিবহন বিমান বিধ্বস্ত হলে পাইলট ও কো-পাইলট নিহত হয়। দেশটিতে এটিই সর্বশেষ বিমান দুর্ঘটনা। দ্য মাকালু বিমান সংস্থার পরিবহন বিমানটির উড্ডয়নের পর পরই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। খবর এএফপি’র।
উত্তর-পশ্চিম জেলা হুমলা জেলায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বিমানের ধ্বংসাবশেষ প্রায় ৩ হাজার ৯শ’ মিটার উঁচু একটি পাহাড়ের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।
হুমলা জেলা প্রধান মাধব প্রসাদ দুংগানা জানান, দুর্ঘটনাস্থল থেকে পাইলট ও কো-পাইলটের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে বিমানটি গতিপথ হারিয়ে ফেলে এবং পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।’ এএফপি।
Leave a Reply