জৌতিষ পরামর্শ | তারিখঃ আগস্ট ৬, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 993 বার
বৃহস্পতি ও রাহু এক সঙ্গে থাকা একটি অশুভ যোগ। এই যোগটিকে গুরুচণ্ডাল যোগ বলা হয়।
এই দোষ থাকলে একাধিক প্রেম প্রণয়ে লিপ্ত হয়ে যেতে পারে। জাতক ধর্ম ঠিক মতো মেনে চলতে সক্ষম হয় না। এই দোষে স্বামী-স্ত্রীর মধ্যে প্রচণ্ড মতবিরোধ সৃষ্টি হয়। কোনও কোনও ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির জন্য দাম্পত্য জীবন নষ্ট হয়ে যেতে দেখা যায়। কর্মক্ষেত্রেও তৃতীয় কারও জন্য সমস্যা সৃষ্টি হতে পারে। যদি মহিলা হন, তা হলে মধ্যবয়সী কোনও পুরুষ এবং যদি পুরুষ হন তা হলে কোনও মহিলার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে হবে। জীবনে হঠাৎ আইনগত সমস্যা দেখা দিতে পারে। চারিদিক থেকে ঋণগ্রস্ত হয়ে পড়বেন। এমনকি গয়না পর্যন্ত বন্ধক দেওয়ার মতো পরিস্থিতি আসতে পারে। এই দোষ মানুষের জীবনে ভয়ঙ্কর একটা অভিশাপের মতো আসে।
এই দোষের ফলে যে কোনও জাতক বাজে প্রণয়ে আবদ্ধ হয়ে নিজের জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে। অর্থাৎ এই দোষের ফলে জাতিভেদ না মেনে বিবাহ করার প্রবণতা থাকবে। প্রচণ্ড অধার্মিক, ক্রুর এবং কপট হয়। এই দোষের ফলে, দেখা যায় একটা সময়ে প্রচুর অর্থ উপার্জন করেছে আবার জীবনের একটা সময়ে একদম নির্ধন হয়ে গিয়েছে। প্রচণ্ড রাগ এবং ক্রোধ বাড়িয়ে দেয়, যার ফলে জীবনে চলার পথে প্রচুর ভুল কাজ করে ফেলে।
Leave a Reply