বরগুনায় বহুল আলোচিত রিফাত হত্যাকাণ্ডের ঘটনায় প্রচারিত ভিডিও নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ওই ঘটনায় প্রথমে একটি মোবাইলে ধারণ করা ভিডিও প্রচার করা হয়। পরে জেলা পুলিশের সরবরাহ করা আরেকটি ভিডিও প্রচারিত হয়।

কিন্তু সংবাদমাধ্যমের কাছে জেলা পুলিশের পক্ষ থেকে সরবরাহ করা সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

প্রায় ২১ মিনিটের ভিডিওটি কেঁটে ছেঁটে ১১ মিনিট ৪৯ সেকেন্ডে বাদ দেয়া হয়। পুরো ভিডিওটি অন্তত চারবার কেটে এডিট করে ৯ মিনিট ৩ সেকেন্ডে বানানো হয়েছে।

প্রচারিত ফুটেজে দেখা যায়, ১০টা ৬ মিনিটের পর ২ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিও পাওয়া যায়নি। ১০টা ১১ মিনিট ১৩ সেকেন্ডের পর এক মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিও নেই। এ ছাড়া ১০টা ১৫ মিনিট ১৭ সেকেন্ডের পর ৭ মিনিট ৫৬ সেকেন্ডের ভিডিও সেই ফুটেজে নেই।

সূত্র: দৈনিক কালের কণ্ঠ।