জাতীয় স্বদেশ | তারিখঃ আগস্ট ৩, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 435 বার
বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, লেখক, বাম রাজনীতির পুরোধা, মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৮৯ জন্মদিন আজ। এ উপলক্ষে নির্মল সেন স্মৃতি সংসদ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দিঘীরপাড়া গ্রামে নির্মল সেন স্কুল অ্যান্ড মহিলা কলেজ চত্বরে আলোচনা সভা, বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।
সাংবাদিক নির্মল সেন ১৯৩০ সালের ৩ আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দিঘীরপাড় গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সুরেন্দ্রনাথ সেনগুপ্ত। মাতার নাম লাবণ্য প্রভা সেনগুপ্ত। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে নির্মল সেন পঞ্চম।
দেশ বিভক্তির পরে নির্মল সেনের পিতা-মাতা অন্য ভাইবোনদের সঙ্গে নিয়ে কলকাতা চলে যান। জন্মভূমির প্রতি অকুণ্ঠ ভালোবাসার কারণে তিনি এ দেশে থেকে যান। নির্মল সেন বড় হয়েছেন ঝালকাঠি জেলায় তার পিসির বাড়িতে।
তিনি ঝালকাঠি জেলার কলসকাঠি বিএম একাডেমি থেকে ১৯৪৪ সালে মাত্র ১৪ বছর বয়সে ম্যাট্রিক পাস করেন। তিনি বরিশাল বিএম কলেজ থেকে আইএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও মাস্টার্স পাস করেন।
১৯৬১ সালে ইত্তেফাকে নির্মল সেন তার সাংবাদিক জীবন শুরু করেন। তার পর আজাদ, দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলায় সাংবাদিকতা করেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিষয়ে অতিথি শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন। নির্মল সেন ২০০৩ সালে হৃদরোগে আক্রান্ত হন। এরপর দেশে-বিদেশে অনেক চিকিৎসার পরে ২০১৩ সালের ৮ জানুয়ারি পরলোকগমন করেন।
Leave a Reply