অপরাধ সংবাদ | তারিখঃ জুলাই ২৫, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 453 বার
বৃহস্পতিবার সকালে হাতিরঝিল থানার পশ্চিম হাজীপাড়ায় ইজি গার্মেন্টে পোশাক চুরির সন্দেহে এক গার্মেন্ট শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। । খবর পেয়ে পুলিশ বেলা সাড়ে ১১টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।
দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) অনাথ মিত্র বিষয়টি নিশ্চিত করেছেন।হত্যাকান্ডের প্রতিবাদে ইজি ফ্যাশনস নামের ওই কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।
এতে রামপুরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম দেলোয়ার হাসেন। তার বয়স ২৫।
নিহত দেলোয়ার ওই পোশাক কারখানার কাটিং সহকারী ছিলেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
হাতিরঝিল থানার এসআই অনাথ মিত্র জানান, খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় দিকে সেখানে গিয়ে তাকে (দেলোয়ার) উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন তার মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। দুপুর ১টা ১০ মিনিটে তার মৃত্যু হয়েছে।
তিনি বলেন, ওই গার্মেন্টের নিরাপত্তা প্রহরী মোহাম্মদ মঈন আলীকেও(২৭) মারধর করা হয়েছে। তাকে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। দেলোয়ারের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান অনাথ মিত্র
তিনি জানান, ওই ব্যক্তি গার্মেন্টের জিনিস চুরি করছিল- এমন অভিযোগে গার্মেন্টের ভেতরেই তাকে গণপিটুনি দেয়া হয়। পাশাপাশি ওই গার্মেন্টের সিকিউরিটি গার্ড মইনকেও (২৮) গণপিটুনি দেয়া হয়। মইনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে। দেলোয়ারের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply